
About Course
প্রফেশনাল ভূমি জরিপ/ আমিনশিপ/ সার্ভেয়ার ভিডিও কোর্স যাদের জমি- জায়গা কাগজপত্র নিয়ে ধারণা কম বোঝেন না তেমন তাদের জন্য এই ভিডিও কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ।
অফারটি সীমিত সময়ের জন্য
জমি-জমা নিয়ে ঝা/*মে/*লা -দা/*ঙ্গা অহরহই লেগেই থাকে। নিজেরা হিসেব নিকাশ না বুঝতে পারার জন্য দৌড়াতে হয় এ ওর পিছনে। গুনতে হয় কয়েক’শ থেকে কয়েক হাজার টাকা দালাল ছাড়াই নিজের জমির সকল তথ্য বের করার,ভাগ-বন্টন করার উপায় শিখে নিন এই একটি কোর্সে।
বর্তমান সময়ে এ বিষয়ে জানা টা কি আসলেই খুব জটিল কিছু??
এ জটিল বিষয়কে পানির মত সহজ করতে আমরা নিয়ে এসেছি
প্রফেশনাল ভূমি জরিপ/ আমিনশিপ/ সার্ভেয়ার ভিডিও কোর্স।
এই কোর্স এ যে সকল বিষয় গুলি পাচ্ছেনঃ
আমিনশিপের প্রাথমিক আলোচনা থেকে শুরু করে এডভান্স লেভেল পর্যন্ত সকল বিষয়ের আলোচনা।
পর্চা বা খতিয়ান থেকে কিভাবে অংশানুযায়ী জমির পরিমাণ বের করা যায়।
জমির দলিলপত্র কিভাবে অতি সহজে বুঝতে পারা যায় এর সঠিক পদ্ধতি।
এবং জমির দলিলপত্র কিভাবে যাচাই বাচাই করা যায়।
কিভাবে জমি পরিমাপ ও ভাগবন্টন করে সীমানা নির্ধারণ করা যায়।
নকশা কিভাবে চিনা যায় এবং নকশা থেকে কিভাবে জমির পরিমাণ বের করা যায়।
কোন স্কেল দিয়ে কিভাবে নকশা পারিমাপ করতে হয়।
মাটি , বালির হিসাব ,কাঠের হিসাব ও ইটের হিসাব সহ আরও অনেক কিছু।
প্রয়োজনীয় সকল সূত্র সমূহের উদারণ সহ আলোচনা।
জমি বন্টন সংক্রান্ত সকল নিয়ম।
সব ধরণের ম্যাপ ও খতিয়ান সম্পর্কে আলোচনা।
ম্যাপ থেকে জমি বের করার সকল নিয়ম এবং কৌশল। সিমানা নির্ধারণ করার নিয়ম।
মাঠে কাজ করার সময় প্রয়োজনীয় গাণিতিক সমস্যার সমাধান।
সিমানা নির্ধারণ করার নিয়ম ও মুসলিম ও হিন্দু আইন অনুযায়ী।
Course Details:
২০ টি ভিডিও টিউটোরিয়াল ক্লাস।
সাথে সূত্র মেটারিয়ালস (পিডিএফ বই)
এই কোর্স টি রেকর্ডিং ভিডিও তাই একবার না বুঝলে বার বার দেখতে পারবেন ৷
এছাড়া আরো অনেক সিক্রেট বিষয় আছে যেগুলা ভিডিও তে বলা হয়েছে।
ভালোভাবে জায়গা জমির দলিলপত্র ও মাপ যোগ বুঝতে এই কোর্স টি আপনার জন্য হবে অনেক বেশি উপকারী। আপনি যদি ঝামেলা থেকে রক্ষা পেতে চান তাহলে আপনাকে জমির কাগজপত্র সম্পর্কে জানতেই হবে ৷
আমাদের থেকেই কেনো এই কোর্সটি ক্রয় করবেন?
আপডেটেড কোর্স মডিউল।
অভিজ্ঞ ট্রেইনার।
২৪/৭ সাপোর্ট।
What’s App/ Creative Point ফেসবুক পেজে অলটাইম সাপোর্ট পাবেন কোন কিছু না বুঝলে বা কিছু জানার থাকলে যখনই নক দিবেন তখনই।
কোর্সটি কিভাবে পাবেন
যেকোনো একটি পেমেন্ট মেথড যেমন বিকাশ বা নগদ সিলেক্ট করে পেমেন্ট করুন, পেমেন্ট কমপ্লিট হওয়ার পর ২ মিনিট আপনার জিমেইলে কোর্সটির গুগল ড্রাইভের এক্সেস পেয়ে যাবেন। গুগল ড্রাইভ থেকে আপনি যেকোনো সময় দেখতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন। লাইফটাইম মেয়াদ থাকবে।
যেকোনো সমস্যা হলে সাথে সাথে WhatsApp বা Creative Point নক দেন।
দাম : মাত্র ১৫০ টাকা
Creative Point পেইজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Course Content
আমিনশিপের প্রাথমিক আলোচনা থেকে শুরু করে এডভান্স লেভেল পর্যন্ত সকল বিষয়ের আলোচনা।
-
আমিনশিপের প্রাথমিক আলোচনা থেকে শুরু করে এডভান্স লেভেল পর্যন্ত সকল বিষয়ের আলোচনা।